News & Events

আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের নতুন ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম

আইআইইউসির সমাজ বিজ্ঞান অনুষদের নতুন ডিন প্রফেসর ড. সিরাজুল ইসলাম

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক প্রফেসর ড. সিরাজুল ইসলাম আইআইইউসি’র সমাজ বিজ্ঞান অনুষদের ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির সিনিয়র সহকারী পরিচালক (জনসংযোগ) মোসতাক খন্দকার প্রেরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইআইইউসি’র রেজিস্ট্রার কর্নেল মুহাম্মদ কাশেম পিএসসি (অব.) স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এই নিয়োগ প্রদান করা হয়। কার্যাদেশ অনুসারে ড. সিরাজ আগামী ২৬ জুলাই থেকে তার কার্যদিবস শুরু করবেন। ড. সিরাজ ইসলামিক ফাইন্যান্সে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তার ৪৪ টিরও বেশি গবেষণাপত্র দেশী-বিদেশি জার্নালে প্রকাশিত হয়েছে।

প্রফেসর ড. সিরাজুল ইসলাম ২৪ বছর শিক্ষকতা জীবনে শিক্ষকতার পাশাপাশি প্রোগ্রাম কো-অর্ডিনেটর, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট, হল ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, সদস্য ফাইন্যান্স কমিটি ইত্যাদি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

Recent News